About Us

About Us

ফ্রীল্যান্সার ল্যাব

আমরা কিছু উদ্যমী তরুণ, স্বপ্ন দেখতে ভালোবাসি এবং মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।

প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তূলার লক্ষে ফ্রিল্যান্সারল্যাব ২০১৬ সালে আইটি প্রশিক্ষণ শুরু করে । যার দারাবাহিকতায় আমরা ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকল্পে সফলতার সাথে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিতে কিছু দক্ষ মানুষ তৈরি  করা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখা।  আর সেই লক্ষেই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ।

প্রাক্তন প্রশিক্ষণার্থীদের মন্তব্য

শিক্ষার্থীদের সফলতার প্রতিটি গল্পই আমাদের সামনের দিকে এগিয়ে চলার শক্তি । 

একজন মেয়ে হিসেবে আমার জন্য এতদূর আসা কখনোই সম্ভব হতো না । আমি সবসময় আমার মেন্টর এবং প্রতিষ্টানের প্রতি কৃতজ্ঞ ।
নুসরাত শৈলি
ডিজিটাল মার্কেটার
আমি করোনাকালিন সময়ে নিজের কিছু করার চিন্তা থেকে ফ্রিল্যান্সারল্যাবে ভর্তি হই, অক্লান্ত পরিশ্রমের ফলে আজ অনেকটা আমার স্বপ্নবাস্তবায়নের পথে।
ইনজামামুল হক
ডিজিটাল মার্কেটার
আমি সবসময়ই কৃতজ্ঞ আমার প্রতিষ্ঠান এবং মেন্টরদের প্রতি আমি কখনোই চিন্তা করিনাই আমি ২ বছরে এতোটা সামনে আসতে পারবো
নাজমিন জলি
ডিজিটাল মার্কেটার
আমি যখন আমার জার্নি শুরু করি কল্পনাও করতে পারিনি ফ্রিল্যান্সারল্যাব এতো বড় হবে অশেষ কৃতজ্ঞতা ফ্রিল্যান্সারল্যাব এর প্রতি ।
রুহুল আমিন
ডিজিটাল মার্কেটার
এখান থেকেই আমার ডিজাইনের হাতেখড়ি, অনেক কিছুই শিখেছি যা আমার ভবিষ্যৎকে আরোও সম্ভাবনাময় করে তুলেছে।
তুফায়েল আহমেদ
গ্রাফিক ডিজাইনার
আমি সিলেট পলিটেকনিকে পড়া অবস্থায় নিজের একটি ভালো অবস্থান নিশ্চিত করতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ প্রিয় মেন্টর তাহের ভাই এবং আমার প্রতিষ্ঠান ফ্রিল্যান্সারল্যাবের প্রতি।
কামাল আহমেদ
ডিজিটাল মার্কেটার
এই ডিজিটাল মার্কেটিং কোর্সে তাহের ভাই আপনাকে মেন্টর হিসাবে পাইছিলাম। বেসিক্যালি ভাই আপনারে মেন্টর থেকে ভাই হিসাবে বেশি পাইছি।
প্রান্ত ভট্টাচার্য
ডিজিটাল মার্কেটার
ফ্রিল্যান্সারল্যাবের শুরু থেকেই সাথে ছিলাম প্রতিনিয়ত শিখেছি নিজেকে জানার অনেক সুযোগ হয়েছে আমার প্রতিষ্ঠান আমার কাছে পরিবার এর মতোই ।
তাহনিক আহমেদ
সাবেক প্রেসিডেন্ট ফ্রিল্যান্সারল্যাব স্টুডেন্ট ফোরাম
আমার ডিজিটাল মার্কেটিংয়ের হাতেখড়ি শুরু ফ্রিল্যান্সারল্যাব থেকেই দেশে এবং প্রবাসে নিজের দক্ষতা কাজে লাগিয়ে চেষ্টা করছি সামনে এগিয়ে যাওয়ার।
মিয়া আহমেদ শরীফ
সাবেক প্রেসিডেন্ট ফ্রিল্যান্সারল্যাব স্টুডেন্ট ফোরাম
0 +
স্টুডেন্ট সংখ্যা
0 %
সফলতার হার
0 +
ইন্ডাস্ট্রি এক্সপার্ট
$ 1000 k+
স্টুডেন্ট ইনকাম

আপনাদের জিজ্ঞাসা

আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেয়া আছে যেগুলো আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে সহযোগিতা করবে 

আয় করার ব্যাপারটি নির্ভর করে আপনার নিজের কোন একটি বিষয় ভিত্তিক দক্ষতা ও যোগ্যতার উপর। আমরা আপনাকে নির্দিষ্ট কোর্স, তার সাথে সম্পর্কিত মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসে কি উপায়ে কাজ পাওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন দিয়ে সাহায্য করবো । কিন্তু এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে সময়, পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আয় আপনার নিজেকেই করতে হবে। আর আয়ের বিষয়টি আপনি একটি কাজের প্রতি কতটা পরিশ্রম এবং সময় দিচ্ছেন তার উপর নির্ভরশীল। শুধু ফ্রিল্যান্সিং করেই যে আয় করতে হবে ব্যাপারটি এমন নয়। আপনি লোকাল ক্লায়েন্ট হান্ট করে, রিমোট জব করে অথবা নিজে ব্যবসা করেও আয় করতে পারেন।


আপনি যদি কোর্স শেষে সফলতার সাথে চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন। এবং কোর্স শেষে আপনি একটি অ্যাসেসমেন্ট দিয়ে সরকারি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট পেতে পারেন।

আমাদের কোর্সগুলোতে ভর্তির ক্ষেত্রে তেমন কোন বিষয় ভিত্তিক যোগ্যতার প্রয়োজন নেই। আপনার যদি একটি কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকে তবে আপনি আমাদের আইটি বিষয়ক যেকোনো কোর্স করতে পারবেন। এছাড়াও আমাদের ট্রেইনাররা একদম বেসিক থেকে সকল কোর্স শুরু করে থাকেন যেন আপনার কোন বিষয় বুঝতে সমস্যা না হয়।

আমাদের কোর্সের রিফান্ড সিস্টেম নেই। তাই আপনি আমাদের সম্পর্কে এবং আমাদের কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে কোর্সে ভর্তি হবেন।

জ্বি আছে। ডিজিটাল মার্কেটিং কোর্স শেষে আপনি ০২ মাসের ইনটার্নশিপ করতে পারবেন ।

আমাদের ফেসবুক কমিউনিটিতে যুক্ত হোন !